আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের উদ্যােগে বির্তক প্রতিযোগিতা ও শিখন কর্মশালা অনুষ্ঠিত       কাতারে আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন।       বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস, ভালো ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা       শীতের উৎসবে উচ্ছসিত ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীরা       কাতারে নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম-এর ৩য় শাখার উদ্বোধন       বাহরাইনে বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মোশাররফ হোসেনের যৌথ উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত       বাহরাইনে ‘সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল’ এর তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত       বাহরাইন প্রবাসী যুবনেতা আমির হোসেন মিরুর আমন্ত্রণে নৈশভোজের আয়োজন       মৃত প্রবাসীর পরিবার ও অসুস্থ ব্যক্তিকে ১লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিল ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’       বর্ণাঢ্য আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন    
 


আজ থেকে শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা

নিউজ ডেস্ক:

আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হবে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

আজ মহাষষ্ঠী, এদিন সায়ংকালে দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস হবে। ষষ্ঠী পূজায় বিল্ব বৃক্ষের নিচে মাকে ষষ্ঠাধী কল্পারম্ভ, ষষ্ঠীবিহিত পূজা করা হয়। এর মাধ্যমে মাকে মন্দিরের আঙ্গিনায় স্থাপন করা হয়। পরদিন বিল্ব বৃক্ষের নিচে মাকে স্নান করিয়ে মন্দিরে স্থাপন করা হবে। ষষ্ঠী পূজা সম্পন্নের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন বিদায় নেবেন একই বাহনে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্য মতে, গত বছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১৬৮টি। এবার এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪০৮টি। ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা ২৪৫টি, গত বছর ছিল ২৪২টি। বর্তমান সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর প্রতিবছর ধারাবাহিকভাবে পূজার সংখ্যা বেড়েছে।

ঢাকার পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ২৫টি নির্দেশনা দিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সব মণ্ডপেই নিরাপত্তা নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সহিংসতার কথা মাথায় রেখে আইন প্রয়োগকারী সংস্থা অনেক বেশি সক্রিয় রয়েছে।


Top