আজ || রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় জাতীয় সমবায় দিবস পালিত       ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ইকো”র আত্মপ্রকাশ       ফেনীর দাগনভূঞায় জাতীয় যুব দিবসে নানা আয়োজন       ফেনীর দাগনভূঞায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত       বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মইজ চৌধুরীর আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত       যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাছের পোনা বিতরণ       ফেনীর দাগনভূঞায় বাউল সম্রাট লালন শাহকে স্মরণ    
 


আলোকিত বাতশিরি সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আলোকিত বাতশিরি সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বাতশিরি তালিমুল কুরআন মাদ্রাসা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অত্র সংস্থার সভাপতি মাওলানা রহিম উল্যাহ বশিরী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন রিয়নের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অত্র সংস্থার উপদেষ্টা মোস্তফা কামাল চুট্টু মিয়া।

বিশেষ অতিথি ছিলেন অত্র সংস্থার উপদেষ্টা ওলি আহমদ রাজা, সৌদি আরব প্রবাসী মোঃ আলা উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান রিয়াদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অত্র সংস্থার সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিম, সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ হাসান প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থাটির সংশ্লিষ্টরা বলেন, এই ধরণের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


Top