আজ || বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা       ফেনীর দাগনভূঞায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা       সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ    
 


গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন আহমদ (র:) মাজার মসজিদের কমিটি গঠন

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সমাজে সকলের উপস্থিতিতে গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন আহমদ (র:) মাজার মসজিদের কমিটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হন মসজিদের মোতাওয়াল্লী মাওলানা মোহাম্মদ ওয়ালী উল্যাহ, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাবেদ বিন ফারুকী ও মোঃ সাহাবুদ্দীন আজিম, সাধারন সম্পাদক নির্বাচিত হন হাছান মোহাম্মদ মাহফুজ, সহ সম্পাদক পদে এনামুল হক আবু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাফর উদ্দীন, পাঠাগার সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দীন, নির্বাহী সদস্য আজাদ, সুজন, জামাল, জাহাঙ্গীর, সাইফুল, কাইয়ুম, রুবেল, মনির নির্বাচিত হন। নব গঠিত কমিটির উদ্যোগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি ও মোতায়াল্লী মাস্টার মোহাম্মদ ওয়ালী উল্যাহর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন দেশখ্যাত তরুন আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ। বক্তারা তাঁদের বক্তব্যে মহানবীর জন্ম,জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরে কুরআনের ভাষায় বলেন -“তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সভাপতি তাঁর বক্তব্যে মসজিদের বিভিন্ন প্রজেক্ট তুলে ধরে বলেন-” সুন্দর ও আলোকিত সমাজ গঠনে এবং বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসুল (স:) এর আদর্শের বিকল্প নেই। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো ধর্ম প্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর নতুন এ কমিটি গঠিত হয়েছে।


Top