আজ || মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিম ও আবাসিক শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী উপহার, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশন।

আমেরিকার প্রবাসী আবদুল কুদ্দুছ ছোটনের পৃষ্ঠপোষকতায় ও অত্র ফাউন্ডেশন উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে শিক্ষার্থীর মাঝে ইফতার, ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম কমলের পরিচালনায় অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবু ইউছুফ, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
কামাল উদ্দিন, হাজী আবদুর রব রুচিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর উল্যাহ, ফাউন্ডেশনের পৃষ্টপোষক আবদুল কুদ্দুছ ছোটনের ভাতিজা  আবদুল ফাহাদ ও আবদুল আহাদ।

এছাড়াও সাংবাদিক ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অত্র ইউনিয়নের গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে হাজী আবদুর রব রুচিয়া ফাউন্ডেশন। এছাড়াও বন্যার সময় ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা প্রশংসার দাবিদার।


Top