আজ || সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা    
 


ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

আবদুল্লাহ আল মামুন:
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দাগনভূঞা উপজেলার কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্যায় তাদের ধান, সবজি বন্যার পানিতে নষ্ট হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর সেই জমিতে দেরিতে হলেও রোপা আমন চাষ করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন কৃষকরা।

কৃষকরা জানান, বন্যায় জমির ধানগাছ নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ধানের
চারা পেয়ে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় রোপা আমনে ৮ হাজার ৫০০ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও কিন্তু বন্যায় ব্যাপক ক্ষতি কারণে অর্জন মাত্র ৮০০ হেক্টর। দাগনভূঞা উপজেলায় ভয়াবহ বন্যায় কৃষি বিভাগের ১৫ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৮৫০ টাকার ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ৯৩৪ হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ১০ হাজার ৩৫৩ জন কৃষক। এরইমধ্যে আউশ আবাদ করেছেন ৯২০ জন কৃষক, আমন বীজতলা করেছেন ৭ হাজার ৫৪৩ জন, আমন আবাদ ৬৫০ জন, শরৎকালীন সবজি ১ হাজার ১৮৫ জন, ফলবাগান ৪৫ জন ও আদা চাষ করেছেন ১০ জন কৃষক।

সরেজমিনে উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা জমি ধানের পরিচর্যা ব্যস্ত সময় পার করছে। বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে প্রায় ৭ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছে কৃষকরা। কৃষক
মহিন উদ্দিন ৩০৬ শতক, একরাম উদ্দিনর১৩২ শতক, ইদ্রিস ১২০ শতক,
আবদুর ছোবহান ৭২ শতক, মীর আহাম্মদ ৬০ শতক, বিবি মরিয়ম ৬০ শতক, আবু ইউছুফ ৬৫ শতক, নূরুল আমীন বাচ্চু ৫৫ শতক
জয়নাল আবেদীন ৫০ শতক
সানোয়ারা বেগম ৪৮, বিষ্ণু চন্দ্র ভৌমিক ৩৬ শতক ও কালন ৩০ শতক জমিতে ব্রি ধান ৯৫, ৪৯ ও ৮৭ জাতের ধান আবাদ করেছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,বন্যা পরবর্তী কৃষকরা ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো জন্য উপজেলা কৃষি অফিস থেকে ধানের চারা বিতরণ করা হয়েছে। স্বল্প মেয়াদী ব্রি ধান ৯৫ জাত রোপনের ১২০ দিন পর কর্তন করা যায়। আগামী ১৫/২০ দিনের মধ্যে ধান কর্তন করা যাবে। মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, বন্যায় কৃষকদের অপূরনীয় ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় থেকে ধানের চারা সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ, ধান, সার, কৃষি উপকরণ বিতরণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম  অব্যাহত আছে।


Top