আজ || রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় জাতীয় সমবায় দিবস পালিত       ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ইকো”র আত্মপ্রকাশ       ফেনীর দাগনভূঞায় জাতীয় যুব দিবসে নানা আয়োজন       ফেনীর দাগনভূঞায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত       বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মইজ চৌধুরীর আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত       যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাছের পোনা বিতরণ       ফেনীর দাগনভূঞায় বাউল সম্রাট লালন শাহকে স্মরণ    
 


ফেনীর দাগনভূঞায় বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা উপজেলার প্রতাপপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (২ অক্টোবর) সকালে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ইউএনও শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি,শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা,শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে। শিক্ষকরা অভিভাকতুল্য তাদেরকে সম্মান করতে হবে। তিনি শিক্ষার্থীদের শেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Top