আজ || রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় জাতীয় সমবায় দিবস পালিত       ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ইকো”র আত্মপ্রকাশ       ফেনীর দাগনভূঞায় জাতীয় যুব দিবসে নানা আয়োজন       ফেনীর দাগনভূঞায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত       বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মইজ চৌধুরীর আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত       যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাছের পোনা বিতরণ       ফেনীর দাগনভূঞায় বাউল সম্রাট লালন শাহকে স্মরণ    
 


ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভাগীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর তাঁদের মতামত প্রকাশ করেন। এছাড়াও, সম্মেলনে আইন বিভাগের স্টুডেন্টস’ ফোরাম, মুটিং সোসাইটি এবং ব্লাড সেলের বর্তমান কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের দায়িত্ব অর্পণ করে অত্র বিভাগের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।

আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে ও অত্র বিভাগের প্রভাষক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ শাহীন, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক মাধবী পাল, প্রভাষক উম্মে হাবিবা জিতু, প্রভাষক তানজিলা মুবাশ্বিরা।

স্টুডেন্টস’ ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইসফার-উজ-জামান, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীব, ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Top