আজ || রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় জাতীয় সমবায় দিবস পালিত       ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ইকো”র আত্মপ্রকাশ       ফেনীর দাগনভূঞায় জাতীয় যুব দিবসে নানা আয়োজন       ফেনীর দাগনভূঞায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত       বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মইজ চৌধুরীর আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত       যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাছের পোনা বিতরণ       ফেনীর দাগনভূঞায় বাউল সম্রাট লালন শাহকে স্মরণ    
 


বাংলাদেশের কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেয়নি: মার্কিন দূতাবাস

বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেয়নি কিংবা এখানে বিশেষ পছন্দের কোনো দল নেই। আমেরিকা চায়, বাংলাদেশের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারুক, এ কথা জানালেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

কূটনৈতিক প্রতিবেদকদের এক প্রশ্নের জবাবে বুধবার (১৮ অক্টোবর) হোয়াটস্যআপ বার্তায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য আমেরিকার তৎপরতার বিষয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির বিষয়ে মার্কিন দূতাবাসের কাছে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী আমেরিকা কি অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে? একইসঙ্গে জানতে চাওয়া হয়, ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদনের বিষয়ে দূতাবাস মন্তব্য করবে কি না?

জবাবে ব্রায়ান শিলার বললেন, বাংলাদেশে ব্লকড ওই অনলাইন আউটলেটের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। ঢাকা সফররত মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার গত সোমবার বলেছেন, আমেরিকা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধু ভোটের দিনে কীভাবে পরিচালিত হয় তা নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ দেয়।

তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্য কর্মকর্তারা একাধিকবার বলেছেন, আমরা বাংলাদেশে কোনো একটি দলের পক্ষ নেয়নি বা এখানে বিশেষ পছন্দও নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে পারুক।


Top