বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি (OIC) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (CFM) ৫০তম কাউন্সিল সেশনের সাইডলাইনে বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী (আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স) ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফার সাথে বৈঠক করেন। শুরুতেই বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী ড. শেখ আব্দুলাহ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
উক্ত বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য,২৯-৩০ আগস্ট ২০২৪ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি (OIC) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (CFM) ৫০তম কাউন্সিল সেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং বাহরাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপমন্ত্রী ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com