আগামী ২রা জানুয়ারি থেকে কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু
আগামী ২রা জানুয়ারি থেকে কুয়েতের বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সোমবার (২৮ ডিসেম্বর) কুয়েতের মন্ত্রিপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমস প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করে।
পূর্বের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২১ সালের ২ জানুয়ারি থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে।
সীমিত পরিসরে সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা দেয় কুয়েত।
এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও ১৫ই ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছায়।
আগামী শনিবার হতে ভিজিটসহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশে হয়ে দুবাই অথবা অন্যদেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com