করোনাকালেও অষ্টম ও শেষ ধাপের ভোটের মাধ্যমে শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোটগ্রহন শেষ হওয়ার পর বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। এরমধ্যেই আভাস মিলেছে মমতা ব্যানার্জির পক্ষেই ভোট বেশি।
ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলে হয়,পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির জনপ্রিয়তা কম থাকলেও আসন সংখ্যা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় দলটি। জরিপ অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দলটি এবার ১২১টি আসনে জয় পেতে যাচ্ছে।
রাজ্যের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার (এবিপি) জরিপেও আবারও তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সরকার গড়ার আভাস পাওয়া যাচ্ছে। এবিপির জরিপ অনুযায়ী তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ। আসন পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি।
এই জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিকট প্রতিদ্বন্দ্বী বিজেপি ১০৯ থেকে ১২১ আসন পেতে পারে। বামজোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। আর দুজন প্রার্থীর মৃত্যু হওয়ায় দুই আসনে ভোট পরে হবে।
উল্লেখ্য, প্রায় ৩ যুগের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস মনোনীত মমতা ব্যানার্জি। ২০১৬ সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখে তৃণমূল।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com