দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা থানার এএসআই আবু হানিফ ফেনী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এএসআই আবু হানিফকে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। জানা গেছে, এএসআই আবু হানিফ গত নভেম্বর মাসে তিনটি সাজাসহ ১০টি পরোয়ানা তামিল, ২১টি পরোয়ানা নিষ্পত্তি, ১০টি এনইআর, ১০টি বি-রোল দাখিল করে। পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক তৈরী অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়। এএসআই আবু হানিফ ইতিপূর্বে ও সর্বাধিকবার জেলার সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com