নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জনসম্মুখে প্রথমবারের মতো এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার পর এ কথা বলেন ট্রাম্প।
বিবৃতিতে ট্রাম্প আরো জানান, নির্বাচনের ফলাফলের সঙ্গে আমি একমত নই। তারপরও ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
বিদায়ী প্রেসিডেন্ট আরো বলেন, আমি সব সময় বলে এসেছি আমাদের লড়াইটা হলো শুধু বৈধ ভোট গণনা নিশ্চিতের জন্য।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com