পার্লামেন্ট অধিবেশনে ভাঙচুর, ট্রাম্পের কড়া সমালোচনা
যুক্তরাষ্ট্রে মার্কিন ক্যাপিটল ভবনে ভাঙচুরের ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর চরম আঘাত উল্লেখ করে দ্রুত হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
চাপের মুখে পড়ে টুইটারে দেয়া ভিডিও বার্তায় সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ক্যাপিটল ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আগ্রাসী বিক্ষোভ ও সংঘর্ষের পর হামলাকারীদের হটিয়ে দিয়ে আবারও শুরু হয় কংগ্রেসের স্থগিত হওয়া অধিবেশন। এ সময় দুই দলের আইনপ্রণেতারাই ট্রাম্পের কড়া সমালোচনা করেন।
এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন জো বাইডেন। আর নির্বাচনের ফলাফল মেনে না নিলেও সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানান ট্রাম্প।
বুধবার কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সমর্থকদের সেই সমাবেশে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে না নিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য দেন। অধিবেশন চলাকালে নিরাপত্তা বেষ্টনি ভেঙে হঠাৎ সিনেট ভবনে ঢুকে তাণ্ডব চালায় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।
ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘন্টার কারফিউ জারি করেছেন রাজধানী শহরের ওয়াশিংটন ডিসির মেয়র। এমনকি ওয়াশিংটন ডিসিতে সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সাহায্য চাওয়ার পর ক্যাপিটাল হিলে সেনা সদস্য মোতায়েন করা রয়েছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com