বিশেষ প্রতিবেদক:
ফেনী জেলার রামপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের লাতু মিয়া সড়কে অবস্থিত দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি: মো. স্বপন মজুমদারের বাসা "ওয়াইট হাউজ" লক্ষ্য করে শুক্রবার রাত ৮: টার সময় দুর্বৃত্তরা ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব, বাহরাইন এক জরুরি প্রতিবাদ সভার আয়োজন করে।

সভাটি শনিবার দেশটির রাজধানী মানামায় অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, বাহরাইনের সভাপতি সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী,

এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নোমান ছিদ্দিকী।

বক্তারা বলেন, “একজন সাংবাদিকের বাড়িতে গুলি বর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর প্রকাশ্য আক্রমণ। আমরা এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।”
বক্তারা আরও বলেন,
“দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। মো. স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ কারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
সভায় হামলার দ্রুত তদন্ত, সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা ও দেশের সাংবাদিক সমাজের ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তোফায়েল রেজা,

ব্যবসায়ী মিজানুর রহমান,

মো.স্বপন মজুমদার,

মিতুন মানিক,

মনির হোসেন,

মাহির তালুকদার,

ব্যবসায়ী সালাউদ্দিন লাভলু ।
পরিশেষে সাংবাদিক মো. স্বপন মজুমদারের পরিবারের প্রতি সংহতি জানিয়ে দোয়া ও প্রার্থনার মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com