মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের নবগঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইংলিশ কালচারাল অ্যান্ড হিউম্যানিটিজ অর্গানাইজেশন (ইকো) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) ইউনিভার্সিটি প্রাঙ্গনে "চুঁড়ুইভাতি" অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সংগঠনটির উদ্বোধন করা হয়।
এতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দিন আহমদের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রইস কাইজার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
এছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেমসহ অন্যান্য বিভাগের ডিন ও শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতাকে আরও বিকশিত করার সুযোগ পাবে এবং নিজেদের দক্ষতা উন্নয়নে এগিয়ে যাবে। আমি সংগঠনটির সর্বাঙ্গীন সফলতা কামনা করি।
সভাপতি বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের ভেতরের সম্ভাবনাগুলোকে উন্মোচিত করে তাদের উন্নতিতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সংহতির বন্ধনকে আরও মজবুত করবে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করবে।
আয়ন নামের এক শিক্ষার্থী বলেন, আজকের দিনটা ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য দারুণ একটা দিন ছিল
শিক্ষার্থীদের অনেকদিনের ইচ্ছে ছিলো একটা সংগঠন প্রতিষ্ঠার। সে ইচ্ছেটা ইকো প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হয়েছে।
সংগঠনের সদস্যরা বলেন, "ইকো" এর এই যাত্রা ফেনী ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের শিক্ষা, সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচনের আশা জোগাবে এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রযাত্রায় অবদান রাখবে বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা।
জানা যায়, সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক বুশরা জেসমিন তৃষা ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল ইউনুস এবং প্রভাষক জাওয়াদ উল করিম।
এতে সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর এ তাবাসসুম সুবহা এবং অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মাদ ইশতিয়াক নিশাত দায়িত্ব পালন করবেন।
এছাড়াও সংগঠনটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল্লাহ আল মাহিব, বিবি মরিয়ম ও রোকসানা আকতার মিশু দায়িত্ব পালন করবেন।
শেষে, ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ রানার্স আপ হওয়ায় ইংরেজি বিভাগের টিম "ইংলিশ ভাইকিংস" এর খেলোয়াড় এবং টিম ম্যানেজারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com