নিজস্ব প্রতিবেদক:
বাহরাইনে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টারের উদ্যোগে দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শুক্রবার দেশটির সালমাবাদ শহরের ইউসুফ তালিব গ্যারেজে বিকেল ৪ টা থেকে সন্ধা ৬ পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেনতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিককালে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এখানে ব্লাড প্রেসার পরীক্ষা, ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা, ফ্রি ডাক্তার দেখানো এবং পরামর্শ প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানীরাও উপস্থিত হয়ে ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।
এসময় ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন ইউসুফ তালিব গ্যারেজের স্বত্বাধিকারী এনায়েত উল্লাহ মোল্লা।
স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন বলেন, স্কয়ার মেডিকেল সেন্টার এইভাবে আত্নমানবতার সেবায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে সেবা দিতে প্রতিশুতিবদ্ধ।
এসময় চিকিৎসা নিতে আসা সকল প্রবাসীকে প্রতি স্কয়ার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com