নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম সভাপতিত্বেও দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছের সঞ্চালনায়,
মো. শাহরিয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। দিবসটি উপলক্ষে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান।ও প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান।
এসময় জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম দিবসটির তাৎপর্য উল্লেখ করে বাংলাদেশীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। রাষ্টদূত বলেন,পাকিস্তানের কারাগারে দীর্ঘ ৯ মাস কারা ভোগের পর তিনি মুক্তি লাভ করে ১৯৭২ সালের এদিন পাকিস্তান হতে লন্ডন এবং নতুন দিল্লী হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করেন। জাতির জনক স্বদেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন সহ সকল কর্মকর্তা এবং বাহরাইনে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com