যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন
পেনসিলভেনিয়ায় জয়ের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন তিনি। অন্যদিকে, মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কমলা হ্যারিস।
এর আগে, ঝুলন্ত ৫টি রাজ্যের ৪টিতেই এগিয়ে ছিলেন জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। বলেন, যারা ভোট দিয়েছেন, আর যারা দেননি সকলের জন্যই কাজ করবেন তিনি।
বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেন ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। ডেলাওয়ারের সবচেয়ে দীর্ঘ আমলের সিনেটরও তিনি। তিনি নির্বাচনের আগে থেকেই বলে আসছেন ট্রাম্পের আমলে ক্ষয়ে যাওয়া দেশ পুনর্গঠন করবেন।
এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও হলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়া হতে কমলা সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন। তার বাবা জ্যামাইকান এবং মা ভারতীয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com