দাগনভূঞা প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে দাগনভূঞার কর্মরত সাংবাদিকরা। গতকাল শনিবার (৯ আগষ্ট) বিকেলে পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক মোঃ ইমাম হাসান কচির সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সভাপতি তাজ উদ্দিন আজাদ, সমাজতান্ত্রিক দল বাসদ উপজেলা সদস্য সচিব সিরাজ উল্ল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি নুরুল আমিন মিরাজ, ফেনী জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার, দৈনিক ডেস্টিনি ফেনী জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের ফেনী প্রতিনিধি আবদুর রহিম ও সাংবাদিক মোকাররম বিল্লাহ প্রমুখ। এছাড়াও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, স্থানীয় কর্মরত সাংবাদিকরা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।
মানববন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com