ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে ব্যবহার করায় গ্যাস আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার মোবাইলকোর্ট অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত উপজেলার নামার বাজারে এই অভিযান পরিচালনা করেন।এ অভিযানে দাগনভূঞাঁ নামার বাজারে জারীকৃত নির্দেশনা অমান্য করে অবৈধ গ্যাস সংযোগ করায় এক ব্যক্তিকে ১ লক্ষ এবং মাস্ক পরিধান না করায় মোট দুইটি মামলায় ১ লক্ষ ১ হাজর টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি জানান, শেষ পর্যন্ত এই অভিযান পরিচালনা অব্যহত থাকবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com