আজ || শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’

আবদুল্লাহ আল মামুন:
আর্তমানবতার সেবায়, অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’ এর উদ্যোগে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রামের মৃত ইয়াকুব নবী লিটনের অসহায় মেয়ে আকলিমা আক্তারের বিয়ের জন্য নগদ ৪৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) বাদ আসর উপজেলার পৌর এলাকার (১নং ওয়ার্ড) উত্তর শ্রীধরপুর গ্রামের বায়তুল সবর জামে মসজিদ প্রাঙ্গণে অসহায় ওই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ জাকের হোসেন, ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়া, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক মোঃ আবু সাঈদ পিপল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর বাঙালী, সহ-সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ মানিক ও ফোরামের স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী।এছাড়াও সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার।

পিতা হারা মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা পেয়ে দাগনভূঞা প্রবাসী ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকলিমার মা।

উল্লেখ্য, এ নিয়ে দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ১১০টি আবেদনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।


Top