আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী
সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান নামের যুবক হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের বহিস্কৃত এসআই আকবরের পক্ষে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে কোনো অ্যাডভোকেট মামলা লড়বেননা বলে জানিয়েছিল। কিন্তু এর পরেও তার পক্ষে দাঁড়িয়েছিলেন্রর অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম নামের এক আইনজীবী। অবশেষে তিনিও সড়ে দাঁড়ালেন আকবরের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আকবরের পক্ষে তিনি যে ওকালতনামা আদালতে দায়ের করেছিলেন তা সারেন্ডার করেছেন। একইসাথে এ বিষয়ে একটি আবেদনও দাখিল করেছেন আদালতে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) অ্যাডভোকেট মিসবাউর রহমান জানান, আইন পেশায় অনেক ধরণের হত্যা মামলা পরিচালনা করেছি। আমার কাছে রায়হান হত্যা মামলাও তেমন মনে হয়েছিল। তাই পেশাগত কারণেই মামলাটি গ্রহণ করি। অর্থ প্রাপ্তিই আসল উদ্দেশ্য নয়।
তিনি আরও বলেন, প্রতিটা বিচারকার্যেই আসামীপক্ষে আইনজীবী না থাকলে কিংবা আইনজীবী নিয়োগে অক্ষম থাকলে রাষ্ট্র থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় যাতে বিচার প্রক্রিয়া সহজ হয়ে যায়। এই চিন্তা থেকেই আমি আকবরের পক্ষে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেই। কিন্তু অনেকেই আমার সিনিয়রকে নিয়ে বাজে মন্তব্য করায় আকবরের পক্ষ থেকে সড়ে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আকবর কোনো আইনজীবী না পেলে মামলার বিচার কাজ সঠিকভাবে হবে না। এটা রায়হানের পরিবারের জন্যও ভাল হবে না, আইনের জন্যও না।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com