অনলাইন ডেস্ক:
আজ শনিবার (১০ জুলাই) বাংলাদেশে জিলকদ মাসের ২৮ তারিখ। আগামীকাল রোববার হবে জিলকদ মাসের ২৯ তারিখ। আরবি মাস (চন্দ্র মাস) ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। সেই হিসাবে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসবে।
যদি এদিন দেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে ১২ জুলাই থেকে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হবে ২১ জুলাই বুধবার। আর এদিন চাঁদ দেখা না গেলে জিলহজ মাস শুরু হবে ১৩ জুলাই থেকে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হবে ২২ জুলাই বৃহস্পতিবার।
এদিকে, সৌদি আরবে আগামীকাল রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com