বিশেষ প্রতিনিধি :
আজ দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছেন ১৮০৪ জন রোহিঙ্গা
আজ দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছেন এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। সোমবার (২৮ ডিসেম্বর) ৩০টি বাসে ৪২৭ পরিবারকে চট্টগ্রাম ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নৌবাহিনীর সাতটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন সইচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গারা।
র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৩০টি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রোহিঙ্গারা। গত ৪ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথম ধাপে এক হাজার ৬শ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।
প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে রোহিঙ্গাদের।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com