আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশ
আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়ায় গ্রামের বাড়ি থেকে আমির হামজাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। তার বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছাড়ানোর অভিযোগ আনা হয়।
মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ১৫ মে থেকেই এই অভিযোগে তাকে গ্রেফতারের জন্য পুলিশ খোঁজ করছিল বলে জানা গেছে।
তাকে গ্রেফতারের বিষয়ে জানা যায়, গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানর চেষ্টা করে সাকিব নামে এক যুবক। আটকের পরে সে জানায়, মোবাইল ফোনে সে আমির হামজাসহ বেশ কয়েকজন ইসলামি বক্তার ওয়াজ শুনে জিহাদি মনোভাবে এই হামলা চালাতে চেয়েছিল।
পরে সাকিবের নামে এজাহার দায়ের করলে, ওই এজাহারে মুফতি আমির হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।