আজ || বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


আয় কমেছে বাংলাদেশ আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক :

গত বছরের তুলনায় আয় কমেছে বাংলাদেশ আওয়ামী লীগের। চলতি বছর দলটি আয় করেছে ১০ কোটি ৩৩ লাখ টাকা। ২০১৯ সালে দলটির আয় ছিল ২১ কোটি ২ লক্ষ টাকা। সে হিসেবে ক্ষমতাসীন দলটির আয় কমেছে ৫১ শতাংশ বা ১০ কোটি ৬৯ লাখ টাকা।

রোববার (২৯ আগস্ট) নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

চলতি বছর আয়ের বিপরীতে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ টাকা। উদ্বৃত্ত আছে ৩৯ লক্ষ টাকা।

২০২০ সালে মনোনয়ন ফরম বিক্রি বাবদ আয় কমায় মোট আয় কমেছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। আয় কমলেও ২০২০ সালে আগের বছরের তুলনায় ব্যয় বেশি হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ২১ শতাংশ।

নির্বাচনী আইন অনুযায়ী প্রতিবছরের আয়–ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী, ২০২০ সালের হিসাব ২০২১ সালে জুনের মধ্যে দেওয়ার কথা। তবে দলগুলো আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে নেয়।

এর আগে সপ্তাহে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে  বিএনপি।


Top