ঈদ শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীর মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিক-আপ ভ্যান, লেগুনা সিএনজিসহ বিভিন্ন যানে চড়ছে এসব মানুষ। সড়ক, মহাসড়ক ও ঘাট পেরিযে ধাপে ধাপে ঢাকায় ঢুকছে তারা। কর্মস্থলে ফেরার তাগিদে কয়েক গুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। সকাল থেকেই মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ব্যাপক ভিড়। এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটেও রয়েছে ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। এই যাতায়াতে বেশীরভাগ মানুষই উপেক্ষা করছে স্বাস্থ্যবিধি। অন্যদিকে ভোলার ইলিশা ফেরিঘাটেও ব্যাপক ভিড় করছে ঢাকামুখী মানুষ। অনেকেই ফেরিতে স্থান না পেয়ে ট্রলারে চড়ে কর্মক্ষেত্রে ছুঁটছে। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃস্টি হয়েছে গাড়ির চাপ। নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল করছে। এদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকার বাইরে যাচ্ছে অনেকে। গ্রামমুখী এসব মানুষ জানিয়েছে, নতুন করে আরো এক সপ্তাহের লকডাউন ঘোষণার কারনেই বাড়ির পথ ধরেছে তারা। তবে এযাত্রায়ও দূরপাল্লার যানবাহন না চলায়, অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এসব মানুষের।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com