অনলাইন ডেস্ক:
ঈদের দিন কোরবানি দিতে গিয়ে রাজধানীসহ আশপাশের জেলায় প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢামেকে এই দৃশ্য দেখা যায়।
অসচেতনতার কারণে প্রতিবছরই কোরবানি দেয়ার সময় অনেকে আহত হন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আহতদের মাঝে চাকু দিয়ে কারও হাত, কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আবার অনেকে গরুর শিংয়ে আঘাত পেয়ে আহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকালের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারও হাত, কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com