অনলাইন ডেস্ক :
রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় এ কে স্কুল এ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় এক বেঞ্চে তিন জন করে শিক্ষার্থীদের বসানো হয়েছে। এসময় দেখা যায় একজনের গায়ের সাথে আরেক জনের গা লেগে রয়েছে।
এসময় ক্লাস নিচ্ছিলেন মাকসুদা আক্তার সুমি নামে এক শিক্ষিকা। তিনি জানান, এই ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি, তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তারপরও বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এ কে স্কুল এ্যান্ড কলেজের দোতালায় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। সেখানেও জটলা বাধছে শিক্ষার্থীরা।
স্বাস্থ্য বিধির বিষয়ে এ কে স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, আমাদের নির্দেশনা রয়েছে লাইন দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করবে। আর প্রতি বেঞ্চে দুজন করে বসবে। এক বেঞ্চে তিন জন করে বসার কথা না, যদিও এমনটা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেব।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com