এবার ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করেছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী।
বৃহস্পতিবার রাত ৯টায় বাদী ওই তরুণী তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লাইভে বিয়ের স্বীকৃতির দাবী করে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান।
১২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে বাদী জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন, সে ও তার লোকজন টাকার প্রলোভন দেখিয়ে তাকে মামলা তুলে নেয়ার চেষ্টা করছে। তাছাড়া বাদী আশঙ্কা প্রকাশ করেন যে, তার মামলা ও মেডিক্যাল টেস্টসহ বিভিন্ন আলামতের ওপর জসিম তার ছাত্রলীগ সভাপতি পদের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করবেন।
এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধেও তাকে নানাভাবে প্রতারণা করার অভিযোগ আনেন। এছাড়া জসিমের অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর সম্পর্কেও অভিযোগ করেন।
সম্প্রতি জসিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পরপরই গত ২১ এপ্রিল ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ এনে নগরীর ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী বরিশাল মহানগর সভাপতি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক রয়েছেন জসিম।