অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে আরও ২০৩ জনের মারা গেছেন। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ জুলাই সকাল ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় সারাদেশে আরও ২০৩ জনের করোনা আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।
আর এ সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com