আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ

আন্তর্জাতিক ডেস্ক :

আজ পবিত্র হজ। করোনা মহামারির মধ্যেই সৌদি আরবে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। হে পরম করুণাময়, তোমার দরবারে বান্দা হাজির…। এ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে চলছে আত্মশুদ্ধি এবং পাপমুক্তির প্রার্থনা।

আজ আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ একযোগে আদায় করবে মুসল্লিরা। মসজিদে নামিরাহ থেকে এবার হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে খুতবা প্রচারিত হবে। বাংলায় হজের খুতবা শোনাবেন কক্সবাজারের মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান।

সূর্যাস্ত পর্যন্ত ময়দানে থেকে পাপমুক্তির আশায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে সময় কাটাবে হাজীরা। সারাদিন ইবাদত বন্দেগি করে ৮ কিলোমিটার দূরের মুজদালিফার উদ্দেশে যাত্রা শুরু করবে তারা। এরপরই সেখানে রাত্রিযাপন এবং পাথর সংগ্রহ করা হবে। পরদিন ১০ জিলহজ মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছুড়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবে হাজীরা। এরপর মাথা মুড়াবে তারা।

১১ ও ১২ জিলহজ শেষ করবে হজের বাকি আনুষ্ঠানিকতা।

এর আগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কাবা ঘর তাওয়াফ করে মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষ তাওয়াফ করার সুযোগ পায়নি।

এবার সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী ১৫০টি দেশের নাগরিকদের মধ্যে মাত্র ৬০ হাজার মানুষ পালনের অনুমতি পেয়েছে।


Top