আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদান

মোশারফ হোসেন জনি

কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদানকাতার প্রবাসী মো. শামীম হোসেনকে চিকিৎসা বাবধ নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সহযোগিতায় মোঃ শামীম হোসেনকে বাংলাদেশ দূতাবাসে পৌছালে মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। পরবর্তীতে দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আর্থিক সহায়তা নগদে প্রবাসী শ্রমিক মোঃ শামীম হোসেনের হাতে তুলে দেন।

মোঃ শামীম হোসেন জানান, গত ৮ জুলাই তার কর্মক্ষেত্রে আকস্মিক এক দূর্ঘটনায় বাম পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া শরীরের অন্যান্য অংশেও বেশ ঝখম হয়। তিনি দীর্ঘ তিন মাস হামাদ মেডিকেল কর্পোরেশন হাসপাতালে চিকিৎসা নেন। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাতার প্রবাসী মোঃ শামীম হোসেনের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ৮ নং উত্তর নাটাই ইউনিয়ন।
এসময় আর্থিক সহায়তা প্রদানকালে দূতাবাসে উপস্থিত ছিলেন ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সভাপতি ও সময় টেলিভিশন কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাতার প্রতিনিধি কাজী শামীম। এছাড় আরো উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশন এর কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনী, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম চৌধুরী।


Top