আজ || বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


কাতারে আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন।

মোশারফ হোসেন জনি

কর্মসংস্থান সৃষ্টি, দেশকে ইতিবাচকভাবে প্রবাসে উপস্থাপন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা হুকুমি সার্ভিস ও মুদ্রণ শিল্পে ক্রমাগত অবদান রেখে চলছে। এরই ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহার প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত ন্যাশনাল এলাকার জায়েদা টাওয়ারের নীচ তলায় বাংলাদেশী মালিকানাধীন আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন উদ্যোক্তোর মমতাময়ী “মা”। মায়ের নির্দেশে তাঁর পক্ষে বন্ধু-বান্ধব, প্রবাসী ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ কমিনিটির সদস্যদের নিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ মুজিবুর রহমান।

প্রবাসী বাংলাদেশীদের কাতার সরকারের হুকুমি সার্ভিস ও টাইপিং এর সকল কাজ, বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সহ অনলাইন সার্ভিসের যাবতীয় কাজ, নতুন কোম্পানী খোলা, কফিল পরিবর্তন, ট্রাফিক জরিমানা প্রদান,হেল্থ কার্ড, বিভিন্ন অফিসে আরবি, ইংরেজি, বাংলায় আবেদন পত্র লেখা ও অনুবাদ, ডুকুমেন্টস ক্লিয়ারেন্স, সাইবোর্ড, পোস্টার, বিয়ের কার্ড, গ্রাফিক ডিজাইন, স্টুডিও সহ প্রিন্টিং এর যাবতীয় কাজ আন্তরিকতার সাথে মানসম্মত উপায়ে ও স্বল্পমূল্যে করে দেয়ার জন্য নবরূপে প্রস্তুত আমের সার্ভিস সেন্টার।

উদ্যোক্তা মুজিবুর রহমান বলেন, ‘ন্যাশনাল ও তার পার্শবর্তী এলাকার প্রবাসী বাংলাদেশীরা আমাদের অফিস পরিদর্শন করবেন এবং নিজেদের দাপ্তরিক কাজ দ্রুততম সময়ে নির্ভুল ও কম খরচে করিয়ে নিয়ে আমাদের পাশে থাকবেন বলে আশা করি।’


Top