কাতার প্রতিনিধি:
কাতারে জয়যাত্রা টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দের কোটি প্রবাসীদের প্রাণের স্পন্দন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয় জাগানো প্রবাস বান্ধব চ্যানেল জয়যাত্রা টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা, আলোচনা সভা, অনাড়ম্বর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে কাতারের রাজধানী দোহাতে।
স্থানীয় সময় রবিবার (০১ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা-নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এই কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাতার বাংলাদেশ লেখক–সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সি এম হাসানের পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ মাহবুব রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের ৩য় সচিব এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, কমিউনিটি নেতা এ বি এম দিদারুল আলম আরজু প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশনের কাতার প্রতিনিধি ও কাতার বাংলাদেশ লেখক–সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জনী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ শামীম, সহ সভাপতি শাহ আলম খান, সদস্য নুরে আলম জাহাঙ্গীর, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, রাজ রাজিব, শাহ আলম খন্দকার প্রমুখ।
দেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সি আই পি হেলেনা জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগ, কাতার বিএনপি, বাংলাদেশ কমিউনিটির নেতারা।
অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম, আমিনুল হক কাজল এন টিভি কাতার প্রতিনিধি, সময় টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, আমাদের সময়ের কাতার প্রতিনিধি কাজী শামীম, সাংবাদিক সাদ্দাম হোসেনসহ বিপুল পরিমাণ বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন সংবাদে জয়যাত্রা টেলিভিশন অনেক নিরপেক্ষ ও বস্তুনিষ্টা বজায় রেখে সংবাদ প্রচার করে, জয়যাত্রা টেলিভিশন কাতার সহ প্রবাসীদের প্রাণের টিভি হিসেবে প্রবাসীদের মন জয় করে নিয়েছে।