আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে বিদেশি অস্ত্রহাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল

নিউজ ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানের ওপর অস্ত্রধারী সন্ত্রাসীর হামলা, গাড়ি ভাঙচুর ও বিদেশি অস্ত্র হাতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কথিত যুবলীগ নেতার ছবি ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নালঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৪নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার একটি সামাজিক অনুষ্ঠান শেষে নিজ গাড়িতে বাড়ি ফেরার সময় নালঘর বাজার এলাকায় আসলে অস্ত্রধারী কথিত যুবলীগ নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার গাড়িকে ওভারটেক করে হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার অত্মরক্ষার্থে গাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষেয় ওই ইউপি চেয়ারম্যানের দাবি, গেলো ইউপি নির্বাচনের সময় স্থানীয় সাংসদ ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশ অনুযায়ী কেন্দ্র দখলের মাধ্যমে এক মেম্বার প্রার্থীকে জয়ী না করার জেরেই এ হামলার ঘটনা ঘটিয়েছে। একাধিকবার তার ওপর হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 


Top