আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

আবদুল্লাহ আল মামুন:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার ৬নং সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হারুনুর রশিদ (৪৭), পিতা- আবদুর রহমান, গ্রাম- ব্রাহ্মণপাড়া, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, মখলেছের রহমান (৪৫), পিতা- মনু মিয়া, গ্রাম- ব্রাহ্মণপাড়া ও উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা ও মুজিবুর রহমান সুজন (৩৪), গ্রাম- ধান্যদৌল, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ওইদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২০ কেজি গাঁজাসহ উপজেলার ৬নং সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোপর্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেন।


Top