কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারেভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
রামকৃষ্ণপুর বাজারের সংকরের অ্যালুমিনিয়ামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাউছার আলম জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে খবর পান বাজারে আগুন লেগেছে। পরে দৌড়ে বাজারে এসে দেখেন তার মালামাল রাখার দুটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২০-২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার উসমান গনি বলেন, ‘আমরা ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমরাসহ মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার তিনটি টিম দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’
এদিকে অগ্নিকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। ইউএনও জানান, তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। জেলা ও উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com