আজ || মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু

মোশারফ হোসেন জনি

ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু ।

কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এ.কে.এম. মুহসিন মিয়া দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে হামাদ হাসপাতালে ৩৮ বছরের দীর্ঘ স্বজনবিহীন প্রবাস জীবনের ইতি টানেন।

ফরিদপুরের কৃতিসন্তান মুহসিন মিয়া ১৯৮২ থেকে ২০০৩ সাল পর্যন্ত একজন সফল শিক্ষক হিসেবে অনেক ছাত্রছাত্রীর জীবনে আলো জ্বালিয়েছেন। এ দীর্ঘ পথ পরিক্রমায় পরম স্নেহের পরশে ছাত্রদের জীবনে আলো জ্বালালেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিধায় দুই কন্যা ও স্ত্রীর সান্নিধ্য থেকে থেকেছেন বরাবরই বঞ্চিত।

২০০৩ সালে বাংলাদেশ স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে রূপান্তরিত হলে মুহসিন মিয়া সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন বাংলাদেশী মালিকানাধীন NEW LINE STEEL ENGINEERING COMPANY তে। এই কোম্পানির অধীনেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন।

তিনি গত ৪ ডিসেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করলে সোমবার সকল সরকারি আনুষ্ঠানিকতা শেষে আবু হামুর গোরস্থান মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তাঁর শেষ ইচ্ছে অনুসারে ও পরিবারের অনুমতিক্রমে কাতারের এ গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে দোয়ায় শরীক হন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কূল ও কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ, কিমিউনিটির নেতৃবৃন্দ ও তার বর্তমান কোম্পানির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


Top