গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে বিএনপি'র দেড় শতাধিক নেতাকর্মীর জামিন আবেদন
রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।
রোববার (১৫ নভেম্বর) পৃথক ১৩টি পত্রে জামিন আবেদন করেন তারা। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে জামিন শুনানি হবে।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন (১২ নভেম্বর) বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ওই উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com