চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই কৃষি শ্রমিক, তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। ধান কাটার মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।
ধানবোঝাই ইঞ্জিনচালিত ট্রলিটি বৃহস্পতিবার ভোররাতের দিকে রওনা হয়ে নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের বালিয়াদীঘিতে যাচ্ছিলো। পথে ভোর সাড়ে ৫টার দিকে বারিকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে খাদের পানিতে ধানের বস্তার নিচে কৃষি শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আহত ৫ জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোহাম্মদ বাবু, মিঠুন, তাজামুল, মিলু, কাশেম, মাসুদ, করিম ও আতাউর।
যাত্রীসহ অতিরিক্ত মালামাল নিয়ে চলাচলের কারণে ইঞ্জিনচালিত ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা ফায়ার সার্ভিসের।
হতাহতরা সবাই কৃষি শ্রমিক। তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। আহত চার জনের মধ্যে দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দু'জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আর নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
দুর্ঘটনা কবলিত ট্রলিটিতে থাকা ধানগুলো উদ্ধার করে শিবগঞ্জের বালিয়াদীঘিতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com