মো.স্বপন মজুমদার:
ফেনীর দাগনভূঁইয়া থানায়, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, মোহাম্মদ লুৎফর রহমান যোগদান করার পর, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সুত্রমতে, তিনি ইতিপূর্বে অভিযান চালিয়ে, মদ-গাজা ও একাধিক ইয়াবা চালান উদ্ধার করেছেন এবং-কি বেশ কয়েকজন, মাদক কারবারীকে-ও গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়া-ও চুরি, ডাকাতি, চিনতাই, রাহাজানি এবং কিশোর গ্যাং প্রতিরোধে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এজন্য! তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে, ওসি মোহাম্মদ লুৎফর রহমান একান্ত সাক্ষাৎকালে, ওক-পটে বলেন, দেখুন! আমার বাড়ি এখানে নয়, কিংবা! আমার কোন আত্মীয়-স্বজনের বাড়ি-ও এখানে নেই।
কাজে-ই! আমি যথাযত বিধি মেনে, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সঙ্গতকারণে, শুধুমাত্র ফেনী জেলার পুলিশ সুপার, মোঃ হাবিবুর রহমান ও সোনাগাজী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, তাসলিম হুসাইন, মহোদয়দের নির্দেশে কাজ করে যাব। ইনশাআল্লাহ্!