আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ       ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু    
 


জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান

মো.স্বপন মজুমদার:

ফেনীর দাগনভূঁইয়া থানায়, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, মোহাম্মদ লুৎফর রহমান যোগদান করার পর, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সুত্রমতে, তিনি ইতিপূর্বে অভিযান চালিয়ে, মদ-গাজা ও একাধিক ইয়াবা চালান উদ্ধার করেছেন এবং-কি বেশ কয়েকজন, মাদক কারবারীকে-ও গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়া-ও চুরি, ডাকাতি, চিনতাই, রাহাজানি এবং কিশোর গ্যাং প্রতিরোধে, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এজন্য! তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে, ওসি মোহাম্মদ লুৎফর রহমান একান্ত সাক্ষাৎকালে, ওক-পটে বলেন, দেখুন! আমার বাড়ি এখানে নয়, কিংবা! আমার কোন আত্মীয়-স্বজনের বাড়ি-ও এখানে নেই।

কাজে-ই! আমি যথাযত বিধি মেনে, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সঙ্গতকারণে, শুধুমাত্র ফেনী জেলার পুলিশ সুপার, মোঃ হাবিবুর রহমান ও সোনাগাজী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, তাসলিম হুসাইন, মহোদয়দের নির্দেশে কাজ করে যাব। ইনশাআল্লাহ্!


Top