আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


জমকালোর মধ্যে দিয়ে বাহরাইনে সিলেট ডিভিশন ফুটবল ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার 

৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট। সিলেট বিভাগের রয়েছে অনেক খ্যাতি।

শুধু বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয় এবার বাহরাইনের মাটিতে অত্যন্ত আনন্দ উদ্দিপনা ও জমকালোর মধ্যে দিয়ে বাহরাইনে সিলেট ডিভিশনের ফুটবল ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে

১২ই নভেম্বর (শুক্রবার) স্থানীয় সময় রাত ৯ টায় বুরি শহরের আরিন সুইমিং পুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও সহ সভাপতি ফখরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে

ও সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক রুমন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশী বংশোদ্ভূত বাহরাইনের স্থায়ী নাগরিক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি-মো. কয়েছ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন,

বাংলাদেশ আওয়ামী লীগের বাহরাইন শাখার সভাপতি-মো. শাহজালাল, অরিষ্যা কন্টাটিং কোম্পানির চেয়ারম্যান-আলা উদ্দিন,

বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক-আবুল বাশার,

হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি-শ্রী বকুল সূত্রধর,


হিন্দু মহাজোট বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ,

সিলেট ডিভিশনের উপদেষ্টা-এহসান এলাহী , বাহরাইনে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হুসেন,

উই কেয়ারের সদস্য মো. সবুজ মিলন।

অতিথিবৃন্দ “দুটি পাতা একটি কুড়ির দেশ” সম্পর্কে যার যার বক্তব্যের মাধমে সিলেটের খ্যাতি তুলে ধরেন।


প্রধান অতিথি শাহীন আহমদকে সভাপতি ও মো. শাহেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করে বলেন-

সারা দেশের মধ্যে যেভাবে সিলেট বিভাগের সুনাম আছে তারিই ধারাবাহিকতায় প্রবাসের মাটিতেও সেই সুনাম ধরে রাখবে বলেই নবনির্বাচিত কমিটির কাছে আশা প্রকাশ করেন।

এই ডিভিশনের মাধ্যমে সিলেট তথা সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

সিলেট ডিভিশনের সব ধরনের ভালো কার্যক্রমের সাথে একাত্ততা প্রকাশ করবেন বলে আশ্রাস প্রদান করেন অতিথিবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ওলিউর রহমান,মো. ইসরাফিল, আমির হোসেন, শফিক আহমদ, তোফায়েল রিংকু সহ নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

পরিশেষে নবনির্বাচিত সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ও সদস্য মাছুম আহমদের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।


Top