রাশেদ কাদের জর্ডান থেকে
জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কন্স্যুলার সেবা প্রধানজর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কন্স্যুলার সেবা প্রধান করেছে দূতাবাস কর্তৃপক্ষ।গত রবিবার ৩০ আগস্ট আল দুলাইল লেবার অফিসের সামনে (তুস্কার ফ্যাক্টরীর সামনে) দূতাবাসের চলমান কর্মসূচির অংশ হিসাবে আল দুলাইল ও এর পাশ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কন্স্যুলার সেবা প্রধান করা হয়।উক্ত কন্স্যুলার সেবা প্রধান কালে ডিজিটাল পাসপোর্ট রিইস্যু করার জন্য পাসপোর্টের ফটোকপি, আকামার ফটোকপি, দুই কপি ছবি মুল পাসপোর্ট এবং আকামা সাথে নিয়ে আসেন প্রবাসী বাংলাদেশীরা। কোন প্রকার জামেলা ও যাতায়াত ছাড়া হাতের কাছে কন্স্যুলার সেবা পেয়ে অনেক খুশি প্রবাসী বাংলাদেশীরা এবং ধন্যবাদ দেন বাংলাদেশ দূতাবাসকে।