জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে অবৈধ ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত
জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের দশানি নদীর সাজেলেরচর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ছোট এবং ৫টি বড় ড্রেজার মেশিনসহ ৩০০০ফিট পাইপ ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ রোকনুজ্জামান।
জানা যায়,বিগত কয়েক দিন ধরে বালু দস্যু চক্র বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ে সাজালেরচর ব্রীজ,বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা।
নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ রোকনুজ্জামান জানান-অভিযানে আমরা কাউকে আটক করতে পারিনি, বালু দস্যুরা আমাদের দেখেই দৌড়ে পালিয়ে যায়। বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com