জামালপুর প্রতিনিধি
জামালপুরে র্যাবের অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদসহ পন কুমার (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। ৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জামালপুর শহরের বজ্রাপুর হরিজন কলোনীর মৃত বাবু লালের ছেলে।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ ডিসেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে নারিকেলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নারিকেলী মোড়ের উত্তর পাশে জনৈক বাদশা মিয়ার ‘স’ মিলের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী পন কুমারকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ীর কাছ থেকে দেশীয় তৈরি ১৫ লিটার চোলাই মদ, একটি মোবাইল সেট ও মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোলাই মদের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা মাত্র। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com