আবদুল্লাহ আল মামুন:
ফেনীতে নিরাপত্তার জোরদারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা শহরজুড়ে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে।
বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে জেলার জনগণের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে এ ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পাশাপাশি অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, হরতালে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।
প্লাটুনগুলো মহিপাল ফ্লাইওভার, ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে (জিরো পয়েন্ট) এলাকায়, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com