ঢাকার ধামরাইয়ে ত্রাণ সামগ্রী সহ ইউপি চেয়ারম্যান কে আটক করেছে র্যাব
ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে বাজারে বিক্রি করার জন্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে র্যাব ৪।
আজ ভোর রাতে ধামরাইয়ের আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার নবীনগর র্যাব ৪।
র্যাব ৪ জানায় ধামরাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করে ছিলেন। সেগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তিনি মজুদ করেছিলেন। পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে
র্যাব ৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ নেতৃত্বে ৩৫ বস্তা ত্রাণসামগ্রীসহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করে।আজ সকালে তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করে ধামরাই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। আটক ইউপি চেয়ারম্যান ধামরাইয়ে আমছিমোড় এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। এলাকাবাসী বলছে ওই ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছিল। তারপর কঠোর শাস্তি দাবি করেছেন তারা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com