দেশে চলছে সর্বাত্মক লকডাউন। ৫ম দিনের মত চলা লকডাউনে রাজধানীতে গাড়ি নিয়ে বের হওয়া এক চিকিৎসককে পরিচয় পত্র দেখাতে বলেন চেকপোস্টে থাকা পুলিশ ও ম্যাজিস্ট্রেট। কিন্তু তা না দেখিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেছেন নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করা এক নারী।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে এই ঘটনা ঘটে। পরক্ষণেই তাদের তর্ক-বিতর্কের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নিজেকে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে ওই নারী সেখানে থাকা পুলিশ সদস্যকে বলছেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার।’
ভিডিওতে আরও দেখা যায়, পুরো সময় জুড়েই ওই নারীর সাথে নমনীয় আচরণ করেছেন পুলিশ ও ম্যাজিস্ট্রেট। তর্কের এক পর্যায়ে ওই নারীকে যেতে বলা হয়। তখন নিজেকে ডাক্তার দাবি করা ওই নারী উত্তেজিত গলায় বলেন, ওকে সরি বলতে বল, নয় আমি দেখে নেব, ডাক্তার বড়, না পুলিশ বড়।
নিজেকে বীর মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা ওই নারী পুলিশ ও ম্যাজিস্ট্যাটকে তুই-তোকারি করেন। এক পর্যায়ে ম্যাজিস্টেট ও পুলিশ সদস্যদের ক্ষমা চাইতে বলেন। ক্ষমা না চাইলে ১শ’ ডাক্তার নিয়ে আন্দোলন করার হুমকি দেন তিনি।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com